রাজধানীর বনানীতে আবাসিক ভবনে আগুন
বার্তাবহ চাঁদপুর নিউজ: রাজধানীর বনানীর তিন নম্বর রোডে এলাকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানী তিন নম্বর রোডের ছয়তলা আবাসিক ভবনের ৫ম তলার দুটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোথা থেকে আগুন লেগেছে সেই সম্পর্কে বাড়ির বাসিন্দারও কিছু জানাতে পারেনি।
একটি কক্ষে হঠাৎ ধোঁয়া দেখে বাসা থেকে নিচে নেমে আসেন বাড়ির সবাই। তবে, ঘটনার তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে জানানো যাবে বলে জানান তারা।
তবে, নিরাপত্তার অযুহাতে বনানী সোসাইটি প্রায় প্রতিটি সড়ক গেইট দিয়ে বন্ধ করে রাখায় ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে বলেও জানায় তারা। আগুনে কেউ হতাহত হয়নি।