সালমানের বিগ বসের ঘরে ঢুকছেন নিয়া?
বার্তাবহ চাঁদপুর নিউজ: ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের প্রোমো প্রকাশের পর চূড়ান্ত প্রতিযোগীদের নাম জানতে মুখিয়ে আছেন ভক্তরা।
এরই মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। উঠে আসছে অনেক তারকার নাম। ভক্তরা বিগ বসের ঘরে তাঁদের প্রিয় ‘নাগিন ফোর’ অভিনেত্রী নিয়া শর্মাকে দেখতে চান।
বলিউড বাবলের খবর, সম্প্রতি নিয়া শর্মা বলেছিলেন বিগ বসের ঘরে ঢুকছেন না। তবে একটি সূত্র বলছে, শোতে যাওয়ার কথা নিশ্চিত করেছেন নিয়া। এই শোর সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান।
সূত্রটি বলে, ‘এর আগে (বিগ বসের) ঘরে ঢোকার ব্যাপারে নিয়া শর্মার অনীহা থাকলেও অবশেষে তিনি যাচ্ছেন।’ মনে হচ্ছে, নিয়া শর্মা তাঁর মত বদলেছেন।
বিগ বসে থাকছেন, এ তথ্য নিশ্চিত করেছেন করণ প্যাটেল, জেসমিন ভাসিন ও আলি গনি। ৩ অক্টোবর থেকে বিগ বস সম্প্রচার হবে। গত মৌসুমের বিজয়ীকে রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা।