চাঁদপুরের মতলব উত্তরে হঠাৎ নদী ভাঙন
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ করে দেখা দিয়েছে মেঘনা নদীর ভাঙন। ঝুঁকিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ইরিগেশন প্রজেক্ট মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ।
গতকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৯টার দিকে এই ভাঙন দেখা দেয়। এতে ফরায়েজীকান্দি ইউনিয়নের দেড়শ’ মিটার এলাকা নদী ভাঙনের শিকার হয়েছে। খবর পেয়ে স্থানীয় বাঁশ, গাছের ডালপালা ফেলে বেড়িবাঁধ রক্ষায় চেষ্টা চালায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, এসময় ধনাগোদা নদী বেশ শান্ত। তবে হঠাৎ করে কেন বাঁধের অংশবিশেষ ধসে পড়েছে। তার কোনো কারণ খুঁজে পাননি স্থানীয়রা।
ভাঙন রোধে এরই মধ্যে স্বেচ প্রকল্পের কর্তৃপক্ষ বালুভর্তি জিও ব্যাগ ফেলেছে। ওই এলাকায় মেঘনার পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও বেড়েছে ভাঙনের তীব্রতা।