মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলমালিক দগ্ধ
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলমালিক অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় আশপাশের আরও তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল ১৮ আগস্ট, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বরদিয়া আড়ং বাজার এলাকায় ফজর আলীর খাবার হোটেলে এই ঘটনা ঘটে।
এতে ফজর আলী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর দুই হাত, পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
হোটেলের বিভিন্ন জিনিসপত্রও পুড়ে গেছে। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশের মুদিদোকান, আসবাবের দোকান ও গাড়ি রাখার একটি গাড়ি রাখার গ্যারেজ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল বার্তাবহ চাঁদপুরকে জানান, দোকান মালিক গ্যাস শেষ হওয়া সিলিন্ডারের সংযোগ খুলে নতুন সংযোগ দেয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। দগ্ধ ফজর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিরা আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য টিও অফিসে দরখাস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।