চাঁদপুরে নদী ভাঙন পরিদর্শনে এমপি নুরুল আমিন
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধে কাচারীকান্দি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়ায় বাঁধ রক্ষায় কয়েক শতাধিক যুবক প্রাণপণে কাজ করে যাচ্ছেন। বেড়িবাঁধের সুরক্ষায় পাউবোর সহায়তার স্বেচ্ছাশ্রমে এলাকার যুবকরা কাজ করছেন।
গতকাল ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
পাউবোর প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) জহীর উদ্দিন আহমেদ জানান, মতলব উত্তর জনতাবাজার এলাকায় ১৫০ মিটারে মেঘনার ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ। বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।