দেশের সব সিনেমা হল দুই শর্তে ১৬ অক্টোবর খুলছে

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: প্রায় ৬ মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে দেশের সব সিনেমা হল। ক’রো’না মহা’মা’রীর কারণে এতোদিন ধরে বন্ধ রয়েছে হলগুলো।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা খুলে দেয়া হবে।

এ ক্ষেত্রে দুটি শর্ত মেনে চলতে হবে। সেগুলো হলো- করোনা বিষয়ক সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করতে হবে ।

তবে যদি ক’রো’না পরিস্থিতির অবনতি হয়, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবে বলেও জানান তথ্যমন্ত্রী

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান তথ্যমন্ত্রী।

এ বিষয়ে প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ এক বৈঠকে তথ্যমন্ত্রী আমাদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।

আমরা এখন সেই প্রস্তুতি নেয়া শুরু করেছি।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন- চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, শরফুদ্দিন এলাহী।

প্রসঙ্গত, ক’রো’নার সং’ক্র’ম’ণ এড়াতে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়। এতে দীর্ঘদিন ধরে সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা বেকার হয়ে পড়েন। এবার সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্তের খবর এসব কর্মজীবীদের জন্য সুখবরই বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *