‘করোনা নিয়ে কর্মকাণ্ডের জন্য চীনকে জবাবদিহি করতে হবে’
বার্তাবহ চাঁদপুর নিউজ: করোনাভাইরাস নিয়ে কর্মকাণ্ডের জন্য চীনকে অবশ্যই জাতিসংঘের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে জাতিসংঘের ৭৫তম অধিবেশনে হোয়াইট হাউজ থেকে ভিডিও’র মাধ্যমে ভাষণে এ মন্তব্য করেন ট্রাম্প। বরাবরের মতো জাতিসংঘের এ বক্তব্যেও কোভিড-নাইন্টিনকে তিনি অদৃশ্য শত্রু ও চীনা ভাইরাস বলে অবিহিত করেন।
ট্রাম্প তার বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সমালোচনা করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের দ্বারা পরিচালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের ভুল তথ্যের কারণেই করোনাভাইরাস বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে। তাদের গাফিলতির কারণেই আজ এমন অবস্থার সম্মুখীন গোটা বিশ্ব।