প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: আগামী ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষ্যে তিন দিনব্যাপী ‘জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ১৫টি দেশের ৭৪ জন দাবাড়ু অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।

আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম।

তিনি জানান, দেশের বাইরের ২৪ জন এবং দেশের ৫০ জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশ নেবেন। দেশি-বিদেশি ১৪ জন গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় অংশ নেবেন। ইতিমধ্যে ৭ জন বিদেশি গ্র্যান্ডমাস্টার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বলেও জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক।

অনলাইনে আয়োজন করা এ দাবা টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ৬ হাজার প্রাইজমানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *