যত দিন বাঁচব বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করব

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বাঁচব বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করব। বঙ্গবন্ধুর সঙ্গে বিদেশে গিয়ে অনেক শিখেছি। তার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। তার স্নেহ ভালোবাসা নিয়ে কাজ করেছি, রাজনীতি শিখেছি। রাজাপুর এলাকায় রোববার বিকালে ঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এদিন ইলিশা এলাকায়ও ত্রাণ বিতরণ করা হয়।

দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক সরোয়াদ্দি মাস্টার, রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মিঠু চৌধুরী প্রমুখ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ সঠিকভাবে মেনে চললে আর কোনো সমস্যা থাকবে না। ভোলার নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, এমন পরিস্থিতি থেকে ভোলাবাসীকে রক্ষা করতে ব্লকবাঁধের বিকল্প নেই। এ জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। আগে যে সব এলাকায় সিসিব্লক বাঁধ দেয়া হয়েছে, ওই এসব এলাকা এখন আর ভাঙছে না।

দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, এখন ঘুরে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তোফায়েল আহমেদ তার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য বিদেশি অর্থায়নের চেষ্টা চলছে। এ ব্রিজের অর্থনৈতিক গুরুত্বও তিনি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *