এবার ছবি প্রযোজনায় ঋতাভরী
বার্তাবহ চাঁদপুর নিউজ: বাংলা ছবি প্রযোজনা করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘নায়িকাপ্রধান ছবি করার ইচ্ছে নিয়েই বাংলা ছবি প্রযোজনায় আসছি। টালিউডে অভিনেত্রীরা ইনসিকিওরড। আমার প্রযোজিত সব ছবিতেই নায়িকা চরিত্র গুরুত্ব পাবে। শর্ট ফিল্ম, ওয়েব ফিল্ম, মিউজ়িক ভিডিও প্রযোজনা করে বাণিজ্যিকভাবে সফল হওয়ায় আমারও সাহস বেড়েছে। এখন শুরু করলে ৪০ বছরে পৌঁছে ইন্ডাস্ট্রির ছাতা হতে পারব।’
দুটি নারীকেন্দ্রিক গল্প নিয়ে তিনি প্রযোজনার কাজ শুরু করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্রে রেখে হাসির মোড়কে তৈরি একটি ছবির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। কলকাতা, আর বাঙালিদের নিয়েই এই ছবির গল্প।
তবে কে চিত্রনাট্য লিখছেন, তা এখনই ভাঙতে নারাজ নায়িকা।
ঋতাভরীর প্রথম প্রযোজিত মিউজ়িক ভিডিও আয়ুষ্মান খুরানার ‘ওরে মন’ সকলের নজর কেড়েছিল। এই বছরেই রজত কাপুর অভিনীত ‘হাউ অ্যাবাউট আ কিস’ ওয়েব ফিল্ম হিসেবেও সফল।