রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি: পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: সৌদি আরব দেশটিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৯৮০ সালে সৌদি আরব ৫৪ হাজার রোহিঙ্গাকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল। এখন তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেড়েছে। অনেকের সেখানেই জন্ম এবং তারা আরবিতে কথা বলে।

তিনি বলেন, ‘সৌদি সরকার এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়। তারা রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট ইস্যু করতে বলেছে।’

‘আমরা বলেছি, তাদের কাছে যদি বাংলাদেশের পাসপোর্ট বা কোনো কিছু থাকে, তাহলে আমরা ট্রাভেল ডকুমেন্ট দেবো। কিন্তু অন্য জায়গা থেকে গেলে আমরা দায়িত্ব নেব না। সেটা তাদের জানিয়েছি’ যোগ করেন তিনি।

মোমেন আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে এ বিষয়ে সমাধানের জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।

এছাড়া সৌদিতে পাঠানোর ব্যবস্থা নেওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে প্রবাসীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বিক্ষোভ বা আন্দোলন করলে সৌদি আরবের কাছে ভুল বার্তা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *