২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা চীনের
বার্তাবহ চাঁদপুর নিউজ: ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানো ও ২০৬০ সালে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিডিও কনফারেন্সে ভাষণ দেয়ার সময় একথা বলেন তিনি। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের জন্য বরাবরই চীনকে দায়ী করে আসছে বিশ্ব নেতারা। বিশ্বের ২৮ শতাংশ কার্বন নিঃসরণ হয় চীন থেকে। তাই এবার জাতিসংঘে দেয়া ভাষণে কার্বন নিঃসরণ কমানোয় নিজেদের অবস্থান ও পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি।
চলতি বছর করোনার কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে জলবায়ু সম্মেলনের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।