এবার মুখ খুললেন হুমা কোরেশি

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। এর মধ্যে টেনে এনেছেন অন্য অভিনেত্রীদেরও।

কাশ্যপের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী হিসেবে নিজের নামের সঙ্গে রিচা চাড্ডা ও হুমা কোরেশির নামও যুক্ত করে দেন।

তবে হুমা কোরেশি বললেন ভিন্ন কথা। মঙ্গলবার এই অভিনেত্রী সাফ জানিয়ে দেন, পরিচালক অনুরাগ তার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয় হুমার।

এদিন টুইটারে বলিউড নির্মাতার পক্ষে পোস্ট দেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘কেউ যদি নির্যাতিত হওয়ার দাবি করে তাকে অবশ্যই তখনই কর্তৃপক্ষ, পুলিশ এবং বিচার বিভাগকে জানানো উচিত ছিল।’

হুমা কোরেশি আরও জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত মারামারি এবং মিডিয়া ট্রায়ালে বিশ্বাসী নন। এ ছাড়া মিটু ব্যবহার খুব সাবধানে করা উচিত। আর তা সকলেরই দায়িত্ব।

টুইটারে তিনি লেখেন, ‘অনুরাগ এবং আমি সর্বশেষে ২০১২-১৩ সালে একসঙ্গে কাজ করেছি এবং তিনি একজন প্রিয় বন্ধু এবং অত্যন্ত প্রতিভাবান পরিচালক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার জানা মতে তিনি আমার বা অন্য কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি।’

পায়েল ঘোষের পক্ষে অভিনেত্রী কঙ্গনা রনওয়াত বেশ উঠেপড়ে লাগলেও অন্যদিকে তাপসী পান্নু, স্বরা ভাস্করদের মতো তারকাদের সমর্থন পেয়েছেন অনুরাগ কাশ্যপ।

এমনকি প্রাক্তন দুই স্ত্রী আরতি বাজাজ ও কালকি কোয়েচলিনও সমর্থন দিয়েছেন অনুরাগকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *