বাসা ভাড়া নিতে এসে ঝগড়ায় মালিকের পায়ে গুলি
বার্তাবহ চাঁদপুর নিউজ: রাজধানীর খিলগাঁও এলাকায় বাসা ভাড়া নিতে এসে বাড়ির মালিককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাড়ির মালিক মমিনুর রহমানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, বুধবার রাত ৯টার দিকে খিলগাঁওয়ের নাজদারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। মমিনুর রহমান সপরিবার দক্ষিণ গোড়ানে থাকেন।
নাজদারপাড়ে তার টিনশেড বাড়ি, দোকান ও মাছের খামার রয়েছে। প্রতিদিন সকালে সেখানে তিনি আসেন। রাতে বাসায় ফিরে যান। গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন।
একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় মমিনুরকে পিস্তল দিয়ে গুলি করলে তার ডান হাঁটুতে লাগে। রাতেই ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর স্বজনেরা তাকে বাসায় নিয়ে যান।
ওসি আরও জানান, গুলির ঘটনায় আজ সকালে মমিনুর বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।