বীরকন্যা প্রীতিলতা হচ্ছেন পরীমনি

Spread the love

বার্তাবহ চাঁদপুর নিউজ: ব্রিটিশবিরোধী আন্দোলনের বাঙ্গলার বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দাদার চরিত্রে রুপালি পর্দায় দেখা দেবেন পরীমনি। ইউফোরসি লিমিটেডর প্রযোজনায় আগামী ১ নভেম্বর, মঙ্গলবার থেকে ছবিটির প্রডাকশন শুরু হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

পরিচালক জানান ‘প্রীতিলতা চরিত্রের জন্য পরীমনিকেই পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল। এখন তাকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।

তিনি আরও জানান, ১ নভেম্বর থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। ঢাকা, চট্টগ্রাম ও কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। বাকি কারা অভিনয় করবেন, তা এ সপ্তাহেই জানাতে পারব।’

উল্লেখ্য ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণশেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *