আরও এক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দেশে আরও একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসেবে এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টর ও কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুমের দেওয়া তথ্যমতে, বর্তমানে দেশে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ৪৪৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত একটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *