গোপন ক্যামেরায় ৫২ শিক্ষিকার ভিডিও ধারণ!, বেতন চাইলেই ব্লাকমেইল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: কয়েকমাস ধরে বেতন বন্ধ, বেতন চাইলেই উল্টো শিক্ষিকাদের ব্লাকমেইল করা হচ্ছে। জানানো হয়, স্কুলের ওয়াশরুমে সবার অজ্ঞাতে গোপন ভিডিওধারণ করা হয়েছে। বেতন চাইলে তা ফাঁস করে দেয়া হবে। এভাবে একসঙ্গে ৫২ জন শিক্ষিকাকে স্কুল কর্তৃপক্ষ ব্লাকমেইল করে যাচ্ছিল। এরপর শিক্ষিকারা স্কুল পরিচালনা পরিষদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের মেরটের এক বেসরকারি স্কুলের।
জানা যায়, স্কুল কমিটির সম্পাদক ওয়াশরুমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে দিনের পর দিন শিক্ষিকাদের ব্ল্যাকমেল করে যাচ্ছেন। বকেয়া বেতন চাইলে আপত্তিকর ছবি, ভিডিও ফাঁসের কথা বলে ভয় দেখান। বিনা পারিশ্রমিকে শিক্ষিকাদের কাজ করিয়ে যাচ্ছেন।। গত বুধবার এই বিষয়ে মামলা করেন শিক্ষিকারা।
যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেও শিক্ষিকাদের কয়েক মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ মেনে নেয় স্কুল পরিচালন কমিটির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, করোনা সংকটের কারণেই কয়েক মাসের বেতন বকেয়া পড়ে গিয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে, বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।