দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চাইলেন কিম জং উন
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে সিউল।
দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে ইনকে এক চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এতে এরকম ঘটনা ঘটা উচিত হয়নি বলে জানিয়েছেন কিম জং উন। এ ঘটনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন কিম।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সোমবার সীমান্তের কাছে একটি টহল নৌকা থেকে ৪৭ বছরের এক কর্মকর্তা নিখোঁজ হন। পরে উত্তর কোরিয়া ওই ব্যক্তিকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলে বলে দাবি করে দক্ষিণ কোরিয়া।