নর্দমায় আটকে ছিল দৈত্যকার ‘ইঁদুর’ (ভিডিও)
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দূর থেকে এক পলক দেখলে ভয় পেতে পারেন। মেক্সিকো সিটির পরিচ্ছন্নতাকর্মীরাও পেয়েছিলেন। পরে তারা বুঝতে পারেন, বস্তুটি শুধুমাত্র ইঁদুরের মতো দেখতে।
কাপড় ও তুলা দিয়ে কেউ বা কারা এটি তৈরি করে নর্দমায় ফেলে যান। আর তখন থেকে জমতে থাকে ময়লা। যার জেরে ওই নর্দমার নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। রীতিমতো ২২ টন লিটার বর্জ্য জমে যায়।
ইঁদুরের মতো দেখতে বস্তুটিকে রাস্তার ওপর রেখে পানি দিয়ে পরিষ্কার করেন কর্মীরা। সেটি দেখতে লেগে যায় ভিড়। অনেকেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও দেখতে এই লিঙ্কে প্রবেশ করুন
এরই মধ্যে জানা যায়, এক নারী সেই ইঁদুরটি নিজের বলে দাবি করেছেন। তার দাবি, ইঁদুরটি তিনি ফেলেননি। হারিয়ে গিয়েছিল।
লোপেজ নামের ওই নারী বলেন, বছরখানেক আগে বানানো সেই ইঁদুর একদিন নর্দমায় পড়ে যায়। তারপর বৃষ্টির পানিতে সেটি ভেসে যায়। এরপর তিনি একাধিকবার কর্তৃপক্ষকে নালা পরিষ্কারের আবেদন করলেও কেউ আসেনি।