‘নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা’

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডকে তছনছ করে দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ‘মাদক কেলেঙ্কারি’। এতে করে উঠে এসেছে বলিউডের একাধিক নায়িকার নাম। উঠে এসেছে শীর্ষ নারী তারকা দীপিকা পাডুকোনের নামও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্টিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।

‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, ‘সৃষ্টিকর্তা ওদের রক্ষা কর?’

বৃহস্পতিবার নিজের টুইটারে এ ভাবেই বলিউডের পিতৃতন্ত্রের বিরুদ্ধে সরব হোন সাংসদ, টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার সোশ্যাল-বার্তা দিয়েই এই প্রথম বলিউডের সঙ্গে ড্রাগের নেশা নিয়ে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করল টলিউড।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিমি বলেন, ‘কোনও মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়। সুন্দরী হয়, অভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসীপাতা?’।

বলিউডে নায়িকাদেরন মাদক সংশ্লিষ্টতা প্রসঙ্গে মিমি আরও বলেন, ‘আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!’

দীপিকার প্রসঙ্গে তিনি জানান, মাদক যোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তা হলে আইনত হোক। বেছে, বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন। তার ভাষ্য, ‘সুশান্তের মৃত্যুর পরেই সবাই জানল বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনও কথা তো ওঠেনি! কেন?’

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসা থেকে বলিউড তারকা সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না সুশান্তের ভক্তরা। বলিউডের বহু তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি বিহার পুলিশের মহাপরিচালকও তদন্ত শুরুর পর এ হত্যাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে একের পর এক প্রেমে ব্যর্থতা, মাদক, বাইপোলার ডিসঅর্ডার, নিম্নমুখী ক্যারিয়ার, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা—সবকিছু সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে দাবি করেছেন তাঁর প্রেমিকা রিয়া। এসব তদন্ত করতে গিয়েই উঠে এসেছে মাদক কেলেঙ্কারির কথা।

সূত্র: আনন্দবাজার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *