ভান্ডারিয়ায় উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
অরিন্দম মৃধা, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়াডের্র সদস্যপদে উপ নির্বাচনে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক হাওলাদারের মৃত্যুতে ওই ওয়ার্ডের শুন্য পদে উপনির্বাচনে ৩ জন প্রার্থী উপজেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলো ,মোঃ মাহফুজুর রহমান, মো. নূরুল হক ওমোঃ মিজানুর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল জানান, ধাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুন্য পদে উপনির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়নপত্র আগামী ২৬ সেপ্টেম্বর বাছাই করা হবে এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।