ভান্ডারিয়ায় কিশোরী স্কুল ছাত্রীর আত্মহত্যা
অরিন্দম মৃধা, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহজাদী আক্তার (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাহজাদী উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাসুদ করিম শাহীন জোমাদ্দারে কন্য এবং ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
গতকাল ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরের সয়ন কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহজাদী।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাকসুদুর রহমান জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আপাতত এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।