ভিডিও কলে অশ্লীল দৃশ্য ধারণ; বগুড়ায় এক যুবক গ্রেপ্তার

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নওগাঁয় তানজিমুল ইসলাম রিয়ন নামক যুবক ভিডিও কলে নারীদের নগ্ন দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইল করে আদায় করতো টাকা আর স্বর্ণালঙ্কার।

সম্প্রতি বগুড়ার এক স্কুলছাত্রী এমন ব্ল্যাকমেইলের শিকার হলে তার মা মামলা করেন। রিয়নকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ব্লাকমেইলের শিকার স্কুলপড়ুয়া মেয়ের মা থানায় অভিযোগ করেন, তার মেয়ের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রথমে বন্ধুত্ব পরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত রিয়ন।এরপর ভিডিও কলে কথা বলার সময় বিভিন্ন ধরণের চিত্র ধারণ করতো সে।

এমন বেশ কিছু অশ্লিল ভিডিও ধারণের পর ভুক্তভুগী শিক্ষার্থীকে জিম্মি করে রিয়ন বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে। এক পর্যায়ে মেয়েটি বাধ্য হয়ে ঘরের স্বর্ণালঙ্কার দিতে থাকে আসামি রিওনের হাতে।

এভাবে প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার দেয়ার পর মেয়েটি সব কিছু জানায় তার মাকে। এরপর মেয়েটির মা ২২ বছর বয়সী রিয়নের বিরুদ্ধে ‘পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর বৃহস্পতিবার বগুড়া গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট রিয়নকে বগুড়ার দুপচাঁচিয়া থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর রিয়নের মোবাইল থেকে নানা বয়সী আরো ২০জন নারীর নগ্ন ভিডিও চিত্রের ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ বলেন,’প্রাথমিক তদন্তে এবং তার ডিভাইস চেক করে দেখা যাচ্ছে যে, অসংখ্য মেয়ের সাথে তার রিলেশন আছে। তার ডিভাইসে বিশ জনেরও বেশি মেয়ের নগ্ন ছবি ও ভিডিও সে ধারণ করেছে। সে তথ্য রয়েছে।’

আসামি তানজিমুল ইসলাম রিওনের বাড়ি নওগাঁ সদর এলাকার চকদেবপুরে। তবে সে বগুড়ায় নানা বাড়িতে থেকে পড়ালেখা করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *