মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা!

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার এনসিবির-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কারিশমা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরার মুখে তিনি দীপিকার অ্যাডমিন থাকার কথা স্বীকার করে নেন। প্রসঙ্গত, দীপিকার ম্যানেজার হওয়ার পাশাপাশি ক্যন ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মীও ছিলেন কারিশমা।

সূত্রের খবর মাদক মাদক সংক্রান্ত তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তাতে ছিলেন কারিশমা প্রকাশ, জয়া সাহা, ও দীপিকা। আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন। আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ছিল ২০১৭-র।

প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকার সঙ্গে কারিশমা প্রকাশের মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে আসে। যেখানে দীপিকাকে ‘হাশ’ (মাদক) আছে কিনা জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে। উত্তরে কারিশমা জানিয়েছেন তার বাড়িতে আছে, তবে তিনি এই মুহূর্তে বান্দ্রায় রয়েছেন। তবে তিনি চাইলে অমিতকে এনে দিতে বলতে পারেন। কারিশমার কথার জবাবে দীপিকা সম্মতি জানান। পাশাপাশি, জয়া সাহার সঙ্গে শ্রদ্ধা কাপুরের যে চ্যাট প্রকাশ্যে এসেছে, তাতে শ্রদ্ধাকে সিবিডি অয়েল চাইতে দেখা গিয়েছে।

এদিকে শুক্রবার কারিশমা প্রকাশ ছাড়াও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। জিনিউজ সূত্রে জানা যায়, রাকুল ২০১৮ সালে মাদক সংক্রান্ত বিষয়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যে কথাবার্তা রাকুলের বাড়িতেই হয়েছিল। তবে রাকুলপ্রীত সিং নিজে কখনো মাদকসেবন করেননি বলেই এনসিবিকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *