আয়ারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সন্তানসহ স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে আয়ারল্যান্ডের র্যাথকরম্যাক এলাকার রাস্তায় প্রাণ গেছে এক বাংলাদেশি প্রবাসীর।
আয়ারল্যান্ডের স্থানীয় গণমাধ্যম আইরিশ টাইমস ৬ দিন আগে দুর্ঘটনাটির খবর দিলেও নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।
আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার স্লিগো চ্যাম্পিয়ন নামের আরেকটি গণমাধ্যম জানিয়েছে, ৪৮ বছর বয়সী ওই ব্যবসায়ীর বাড়ি বাংলাদেশে। তিনি ডোনেগল কাউন্টির বুন্দোরান শহরে রেস্টুরেন্টের ব্যবসা করতেন।
তিন সন্তানের এই পিতার নাম এবং বিস্তারিত পরিচয় কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। গত রবিবারের দুর্ঘটনার সময় স্ত্রীর পাশাপাশি ছোট সন্তানকে নিয়ে ‘Nissan Qashqai’ গাড়িতে ঘুরতে বের হন। সকাল ১১টা ৫০ মিনিটের দিকে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্ত্রী-সন্তানের অবস্থা গুরুতর।
অন্য গাড়িটিতে ৩০ বছর বয়সী এক নারী ছিলেন। তিনি একাই গাড়ি চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। কোনো প্রত্যক্ষদর্শী থাকলে ০৭১৯১৫৭০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।