নদী দিবস উপলক্ষে চাঁদপুরে কাকলী প্রধানের ফটোগ্রাফি প্রদর্শনী, নদী নেবে!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নদীকে রক্ষা করতে বিশ্বের বহু দেশে নদী দিবস পালিত হয়। পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবারই নদী দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। কিন্তু এবারের আয়োজন অনেকটাই ভিন্ন।
সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান এবং ইকরিমিকরি।
তারই ধারাবাহিকতায় আগামিকাল ২৭ সেপ্টেম্বর, রবিবার কাকলী প্রধানের ১০০ নদীর উন্মুক্ত আলোক চিত্র প্রদর্শনী শুরু হবে।
এই প্রদর্শনী এক যোগে চলবে চাঁদপুর নৌ বন্দর, সদরঘাট, নারায়ণগঞ্জ, এবং বরিশাল।
প্রদর্শিত প্রতিটি ছবির আকার হবে দৈর্ঘ ১৫ ফুট, উচ্চতা ১০ ফুট। ঢাকা নদী বন্দর এলাকায় (সদরঘাট লঞ্চ টার্মিনাল) এ প্রদর্শনীর উদ্বোধন হবে।
প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমডোর গোলাম সাদেক, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থপতি ইকবাল হাবিব। এই প্রদর্শনী উদ্বোধন হবে ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায়। চলবে প্রায় সপ্তাহব্যাপী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় বিশেষ এ আয়োজনের শিরোনাম দেয়া হয়েছে ‘নদী নেবে!’।