রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৬

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিদ হোসেন বলেন, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেনসিডিল ও ৫০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *