‘স্পুটনিক ভি’ টিকার প্রস্তুতকারকদের কম্পিউটারে সাইবার হামলা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি যারা তৈরি করেছেন, তাদের কয়েক জনের কম্পিউটারে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রাশিয়ান গবেষণা প্রতিষ্ঠান গামেলিয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্সবুর্গ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘হ্যাকাররা হামলা চালিয়েছে। আমি প্রযুক্তি বিশেষজ্ঞ নই। তাই এই মুহূর্তে বলতে পারছি না ভ্যাকসিনের তথ্য চুরি করতে হামলা হয়েছে কি না। তবে বিষয়টি আমাদের কাছে গুরুত্বর।’

গিন্সুবর্গ জানান, কয়েক মাস আগে এই হামলার ঘটনা ঘটে।

আগস্টের ১১ তারিখ পৃথিবীর প্রথম দেশ হিসেবে নভেল করোনাভাইরাস ‘প্রতিরোধী’ টিকার অনুমোদন দেয় রাশিয়া। এরপর তারা ব্যবহারও শুরু করেছে। অন্যদিকে তারা তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়ালও চালাচ্ছে।

এই ভ্যাকসিনটি নিয়ে স্বাভাবিকভাবেই অনেক দেশের বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। কয়েকটি দেশ থেকে এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হলেও অনেক দেশ ট্রায়ালে অংশ নিচ্ছে।

করোনা ভ্যাকসিনের দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *