স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সিলেট এমসি কলেজ ছাত্রবাসে স্বামীকে বেধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষকদের ধরতে ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ।
এসময় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে একটি বন্দুকসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে।
গতরাতে কলেজের ছাত্রাবাসে এ অভিযান চালায় পুলিশ। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্বামীকে নিয়ে এমসি কলেজে বেড়াতে যান ওই গৃহবধূ। এ
সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে।
সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে গণধর্ষণ করে তারা।
খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।
এ ঘটনায় ৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।