কাকও পারে ঘটনা বিশ্লেষণ করতে

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: কাক ও কলসির গল্প সকলের জানা। কাক কলসির তলানিতে পড়ে থাকা পানি নুড়ি পাথর ফেলে পান করেছিল। তবে শুধু যে গল্পেই কাক বুদ্ধিমান তা নয়, বাস্তবেও তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

জার্মানির টুবিজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা চালিয়ে জানতে পেরেছেন, কাকের মস্তিষ্কও মানুষের মতোই ক্ষুরধার! অতীতের অনেক বিষয় মনে রাখতে পারে কাক। শুধু তা-ই নয়, এসব বিষয় বিশ্লেষণও করতে পারে। বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্সে’ প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে এমন তথ্য এসেছে।

নিবন্ধে বলা হয়, কাকের অনেক বুদ্ধি আছে। মনে রাখা ঘটনা বা বিষয়কে বিশ্লেষণ করতে পারে। এই ক্ষমতা প্রাণিজগতে বিরল। মানুষসহ হাতেগোনা কয়েকটি জীবের এই ক্ষমতা রয়েছে।

কাক নিজের ভাবনা বিশ্লেষণ করতে পারে কিনা, তা জানতে অজি ও গ্লেন নামে দুটি কাককে প্রশিক্ষণ দেন জার্মান বিজ্ঞানীরা। পরে একটি প্যানেল থেকে দুটি রং বেছে নিতে তাদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে কাক দুটির মস্তিষ্কের ক্রিয়াকলাপে নজরদারি করা হয়। এ প্রক্রিয়ার সময় তাদের মস্তিষ্কের কয়েকশ’ নিউরন ট্র্যাক করেন বিজ্ঞানীরা। রং নির্বাচনের সময় কাকেরা কী দেখেছে, সুপ্ত আলোর উপস্থিতি তারা বুঝেছে কিনা, আগে থেকে নির্ধারণ করে রাখা রং তারা বেছে বের করতে পারছে কিনা, এসব বিষয় বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই সাফল্য দেখিয়েছে কাক দুটি!

টুবিজেন বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আন্ড্রেস নিডার বলেন, নিউরালভিত্তিক আচরণমূলক ক্রিয়াকলাপের আরও সর্বজনীন মডেলগুলো বোঝার জন্য তারা এই গবেষণা শুরু করেছিলেন। এটি অন্যদের স্মৃতিচারণ, কৌশলগত পরিকল্পনা এবং বিমূর্তনের গবেষণার জন্য সহায়তা করবে।

গবেষণার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিশেষজ্ঞ জন মারজলুফ বলেন, ‘এটি দারুণ খবর। কাকের ক্ষুরধার মস্তিষ্ক সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। আশা করছি, গবেষণা প্রতিবেদনের পর আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *