গির্জায় যৌন নিপীড়নের শিকার হলে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: গির্জায় যৌন কেলেঙ্কারির ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জার্মানির ক্যাথলিক যাজকেরা।
ডয়চে ভেলে অনলাইন জানায়, গির্জায় কেউ যৌন নিপীড়নের শিকার হলে তাকে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে জার্মানির ক্যাথলিক যাজকেরা একমত হয়েছেন।
যৌন হেনস্তার শিকারদের প্রত্যেকেই ৫০ হাজার ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ লাখ টাকা।
ভুক্তভোগীরা ২০২১ সালে তাদের ক্ষতিপূরণের অর্থের জন্য আবেদন করতে পারবেন।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ইউরো পর্যন্ত পাবেন। তাছাড়া তাদের চিকিৎসার খরচও আলাদাভাবে দেওয়া হবে।
তবে ক্ষতিগ্রস্তরা এর আগে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন কিনা সেটা দেখার বিষয় নয় বলে দেশটির যাজক সমিতির সভাপতি গিয়র্গ ব্যাটজিং জানান৷
যদিও জার্মান সরকারের প্রতিনিধি ইয়োহানেস-ভিলহেলম ব়্যোরিগ মনে করেন, ক্ষতিপূরণের অর্থের পরিমাণ কম হয়েছে। যৌন নিপীড়নের শিকাররাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
গির্জায় যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগকারীদের সংগঠন ‘একিগে টিশ’ও ক্ষতিপূরণ দেয়ার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।
সংগঠনটির মুখপাত্র মাটিয়াস কাটশ মনে করেন, যৌন নিপীড়নকে সাধারণ কোনো অপরাধের সঙ্গে তুলনা করা যায় না।
একিগে টিশ ক্ষতিগ্রস্তদের ৪০ হাজার থেকে চার লাখ ইউরোর মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে।
দুই বছর আগে জার্মান বিশপ কনফারেন্স পরিচালিত এক জরিপের ফলাফলে জানা যায়, ১৯৪৬ থেকে ২০১৪ সালের মধ্যে কমপক্ষে এক হাজার ৬৭০ জন যাজক ৩ হাজার ৬৭৭ জনের ওপর যৌন নিপীড়ন চালান, তাদের মধ্যে বেশির ভাগই ছিল পুরুষ।