মার্কিন নির্বাচনের পর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ গুগলে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মার্কিন নির্বাচনের পরদিন থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের ঘোষণা দিয়েছে গুগল।
এ বিষয়ে দ্য ভার্জ জানিয়েছে, বিজ্ঞাপনদাতাদের মেইল পাঠিয়ে এ বিষয়ে অবগত করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রে নির্বাচন শুরু হওয়ার পর থেকে ফলাফল নিয়ে অনেক গুজব ছড়ায়। সেই গুজব ঠেকাতে গুগল এই ব্যবস্থা নিচ্ছে।
বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠানো মেইলে গুগল লিখেছে, ‘নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কনটেন্ট নির্বাচনের পরদিন থেকে অনুমতি দেয়া হবে না।’
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।
গুগল জানিয়েছে, তাদের মালিকানাধীন ইউটিউবের জন্যও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।