রমনা পার্ক খুলে দেওয়া হয়েছে : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজধানীর রমনা পার্ক আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার থেকে খুলে দেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

এ তথ্য জানানোর পর রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন আদালত।

রমনা পার্ক জনসাধারণের জন্য খুলে দিতে ৬ সেপ্টেম্বর গণপূর্ত সচিবকে আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ।

কিন্তু নোটিশের জবাব না পেয়ে ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রাজধানীর রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন দাখিল করা হয়।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬১০ সালে রমনা পার্ক তৈরি করেন। এরপর থেকে কখনো এ পার্কটি বন্ধ হয়নি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে রমনা পার্ক বন্ধ রাখা হয়েছে। পার্কটি বন্ধ রাখায় জনগণের চলাফেরা করার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। যা সংবিধানের ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *