শিখর ধাওয়ান কোথায় পেলেন এই চশমা!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: শিখর ধাওয়ান মাঝেমধ্যে অদ্ভুত সব স্টাইলে অবাক করে দেন সবাইকে। মাথায় চুল না রাখলেও লম্বাটে গোঁফ রাখেন। অবসরে বেশ কয়েকবার ব়্যাম্পেও হাঁটতে দেখা গেছে তাকে। আইপিএলে সেই ধাওয়ানের নতুন এক ফ্যাশন নিয়ে বেশ আলোচনা চলছে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত শুক্রবার দিল্লি ওপেনারকে ফিল্ডিংয়ের সময় অদ্ভুত এক চশমা ব্যবহার করতে দেখা গেছে। সাদা ফ্রেমে রঙিন কাচের এই চশমাটি নিয়ে টুইটও করা হয় আইপিএলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে। ধাওয়ানের কাছে জানতে চাওয়া হয়, তিনি সেটি কোথা থেকে পেয়েছেন।
ধাওয়ানের একটি ভিডিও পোস্ট করে আইপিএলের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘ধাওয়ান, এই কুল চশমা তুমি কোথায় পেয়েছ?’ দিল্লি ক্যাপিটালসের পক্ষে টুইটারে রিপ্লাইও দেওয়া হয়।
ম্যাচ চলাকালে ধাওয়ানকে দেখে তো হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকার কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ তারকা মজা করে বলেন, ‘আমি এ রকম একটা চাই, সত্যি আমি চাই।’