আন্তর্জাতিক উৎসবে সর্বাধিক খেতাব জিতলেন বাংলাদেশী নির্মাতা
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ভারতের অন্যতম সামাজিক সংগঠন ‘উই ফিল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ব্যাপ্তি ছিল প্রায় দেড় মাস।
অনলাইনে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন দেশের ২৬টি চলচ্চিত্রের বিভিন্ন কলা-কুশলীদের সম্মাননা জানানো হয়।
এই উৎসবে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারীফ অনির্বাণ।
২৬টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে এ উৎসবে সর্বাধিক খেতাবও অর্জন করেছেন তিনি।
শারীফের রিকশা চালক বাবার গল্প নিয়ে নির্মিত ‘ইনভেস্টমেন্ট’ সিনেমাটি তাকে এই উৎসবে সেরা পরিচালকের খেতাব এনে দেয়।
যেখানে দেখা যায় একজন রিক্সাচালক বাবা তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানের সাথে দেখা করতে আসেন ক্যাম্পাসে।দীর্ঘ অপেক্ষার পর দেখা হলেও বন্ধুদের সামনে দুজন দুজনের সাথে কথা বলতে সংকোচ বোধ করে।
অনির্বাষ জানান তাঁর চোখে দেখা বাস্তব ঘটনা নিয়েই নির্মিত হয়েছে শর্টফিল্ম ইনভেস্টমেন্ট।