আড়ালের গল্প

Spread the love
আড়ালের
জেবুন্নেছা সুলতানা
জেবুন্নেছা সুলতানা, সংগঠন কর্মী।। বর্তমান সময়ে কাঁচা বাজার সব কিছুর মূল্যই আকাশচুম্বী। আর প্রয়োজনের তাগিদে যখন বাইরের খাবার খেতে হয়, পকেটে কম করে হলেও ৩০০ টাকা রাখা চাই।

আমরা সবাই এসব ক্ষেত্রে শায়েস্তা খাঁ এর শাসনামলের বাজার দরের কথা আফসোসের সাথে স্বরন করি।

আমাদের ছোট বেলায় ও দেখেছি ৬টাকা কেজি চাল,২০ টাকায় মাছ সবজি পাওয়া যেত।

কিন্তু না পেছনের সকল ইতিহাসকে উপেক্ষা করে বর্তমানেও পাওয়া যাচ্ছে ১টাকায় খাবার,১টাকায় থাকার ব্যবস্তা।মনে হয় আলাদিনের চেরাগের ইচ্ছে পুরনের গল্প।

হ্যা আমি বলছি ‘বিদ্যানন্দ ফাইন্ডসন’এর কথা। এটি মুলত; একটি বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংস্থা যা পথ শিশু,সুবিধাবঞ্চিত দরিদ্র ওঅসচ্চল শিশুদের নিয়ে কাজ করে, তাদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনি সেবা প্রদান করে থাকে।

এবার নতুন করে যুক্ত হলো ১টাকায় রাজধানীতে আবাসিক হোটেল সেবা। শিক্ষা কিংবা চাকুরী সংক্রান্ত প্রয়োজনে ঢাকায় প্রতিনিয়ত আগমন ঘটে অসংখ্য নারীর।নিরাপদ আবাসনের প্রশ্নে বেশ চিন্তায় থাকতেহয় তাদের।

চলতি বছরের ৮ই মার্চ,বিশ্ব নারী দিবসে মিরপুর পল্লবির ২নং সড়কের ১৩ নং বাড়িতে’ বাসন্তী নিবাস’ নামে এই আবাসিক হোটেলের যাত্রা শুরু করে বিদ্যানন্দ সংঘটনটি।

হোটেলের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে জাপানি নকশার শীততাপ নিয়ন্ত্রিত ক্যাপসুল বেড এবং ওয়াই ফাই সুবিধা। হোটেলে কর্মরত সবাই নারী। সেখানে অবস্থান করতে প্রমাণ স্বরূপ লাগবে-পরিক্ষার প্রবেশ পত্র বা বাসের টিকেট। এই আবাসিক হোটেলটির আর কোন শাখা নেই।

লেখকের ইমেইলঃ sjsultana007@gmail.com

০ thoughts on “আড়ালের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *