চাঁদপুরে গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে মারিয়া আক্তার নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশ। এই ঘটনায় মারিয়া আক্তারের মামা মাহবুব আলম বাদি হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ মে মারিয়া আক্তার সাইফুল ইসলাম নামে এক যুবককে বিয়ে করেন। সাইফুল ইসলাম পেশায় পিকআপ ভ্যান গাড়ি চালক। মারিয়া আক্তারের প্রেমের বিয়ে মেনে নিতে পারেননি তার বাবা-মা। ফলে গত চার মাস ধরে অনেকটা অস্থির সময় কেটেছে তার। এমন পরিস্থিতিতে অভিমান করেই আত্মহননের পথ বেছে নিয়েছেন মারিয়া আক্তার।
এদিকে, মারিয়া আক্তারের স্বামীর দাবি, মারিয়া আক্তার বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার সময় আমি কুমিল্লায় ছিলাম।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা কাজী মো. জাকারিয়া জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।