লাশের পেটে মিললো ৩১ প্যাকেট ইয়াবা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: রাজশাহীতে মৃত আবদুস শুকুরের পেটে মিলেছে ৩১ প্যাকেট ইয়াবা। সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের সময় তার পাকস্থলী থেকে ৩১ প্যাকেট ইয়াবা বড়ি উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, আবদুস শুকুর ইয়াবা ব্যবসায়ী। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাজারপাড়া এলাকায় মোক্তার আহমেদের ছেলে।

পুলিশের ভাষ্যমতে, ২৩ সেপ্টেম্বর পাবনা হাসপাতাল রোড এলাকা থেকে তিনজনের সঙ্গে শুকুরকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, পাকস্থলীতে ইয়াবা বহন করেছে। পুলিশ পেট থেকে ইয়াবা বের করার জন্য গত রোববার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মৃত শুকুরের পেট থেকে মোট ৩১ প্যাকেট ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ১৬টি প্যাকেট অক্ষত ছিল। বাকি ১৫টি প্যাকেট ফেটে যায়। প্যাকেট ফেটে ইয়াবা বড়ি গলে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *