সৌদিয়া এয়ারলাইন্স ও বিমান কার্যালয়ে আজও টিকিট প্রত্যাশীদের ভিড়
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: টিকিটের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদিয়া এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান কার্যালয়ের সামনে ভিড় করছেন সৌদি প্রবাসীরা।
ফিরতি টিকিট করে যারা দেশে এসেছেন, তাদের মধ্যে ২৩শ’ থেকে ২৭শ’ সিরিয়ালধারীদের টিকিট দিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স।
চৌঠা অক্টোবর থেকে নতুন করে আবার টোকেন দেয়া হবে।
ভিসার মেয়াদ শেষ হওয়ায় চৌঠা অক্টোবর টোকেন নিয়ে টিকিট পেয়েও যাওয়া নিয়ে অনিশ্চয়তায় অনেকে।
এদিকে, মতিঝিলে বিমান অফিসের সামনে আজও রয়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়।