কবিতা: এত সুখ সইব কেমন করে

মন জ্বলে,খুব জ্বলে
কি করে বুঝাই বলো?
বন্ধু হবে বলে,এসেছ দ্বারে,
লিখনি নাম,দিয়েছ শুন্য এ খাম।
মনে পড়ে তোমাকে,কাব্যহীন কবিতা,
জল পরী,নীল শাড়ি, শুন্য মানব,
দুঃখে ভরা জীবন,শূন্য এ খাঁচা।
তুমি পুরুষ না কি মহিলা?
তা ও বুঝি না!
প্রোফাইল পিক,সেতো গোলক ধাঁধা!
কখনও ফুল,কখনও আকাশ,
পাতা হতে জল পড়া।
হায়রে কপাল,দেখি সহপাঠী কি-না,
নাহ,সে ভাগ্যও নেই, সবই লক করা।
জন্ম তারিখ?
দিন আছে,মাস ও আছে
নেই শুধু বছরটা।
শুভংকরের ফাঁকিতে
ঘোরতে যাই গ্যালারিতে,,
সবই দেখি ষ্টেটাস ভরা।
উপদেশ আর নিরাশার খেলা।
যারা অতীত বিদ্বেষী,বাস্তববাদী,
তার প্রেফাইল পিক দিব্যি আছে,
সদাহাস্যময়ী স্টুডেন্ট হয়ে
এক যুগ পিছিয়ে।
আমারই পোড়া কপাল,হতে পারিনি
স্বতঃস্ফূর্ত দূরদর্শীনি।
কবি’র মেইল: sjsultana007@gmail.com