করোনা পরিস্থিতিতে এইচএসসি না নেওয়ার দাবি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনা পরিস্থিতিতে এইচএসসি না নেওয়ার দাবিতে গতকাল ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দূরবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে হওয়া এ দূরবন্ধনে পরীক্ষার অন্তত এক মাস আগে রুটিন দেওয়ার দাবি জানানো হয়।
বিভিন্ন কলেজ ও মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী জয়ন্ত দেব, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শিক্ষার্থী সামিউল সাফায়েত, নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভ দেব, ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থী ইয়াসিন হোসেন প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শীতে করোনা সংক্রমন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
করোনার এই মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক না।
পরীক্ষায় অংশ নিলে তাদের পরিবারও করোনার ঝুঁকিতে পড়বে।