কুয়েতের আমিরের মৃ’ত্যুতে রাষ্ট্রপতির শোক
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃ’ত্যুতে গভীর শো’ক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, কুয়েতের আমির বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়া রাষ্ট্র্রপতি কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনা করেন।
অসুস্থ হয়ে কুয়েতের হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর গত জুলাইয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
সেখানেই হাসপাতালে তার মৃ’ত্যু হয় বলে জানিয়েছে আল জাজিরা।
শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। আর প্রায় ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্র নীতি তদারক করেছেন তিনি।