খুলনায় স্কুলছাত্র বাপ্পি হত্যায় ১ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: খুলনার খালিশপুর প্লাটিনাম জুবিলি জুট মিল স্কুল ছাত্র মফিজুল ইসলাম বাপ্পিকে পিটিয়ে হত্যা মামলার রায়ে রকি নামের আসামির মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে অন্য পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামি হলেন আল-আমিন, মো. নজরুল, রবিউল, মিলন ও মুজিবর হাওলাদার। এদের মধ্যে আল-আমিন ও নজরুল ছাড়া বাকি তিনজন এখনো পলাতক রয়েছেন।
মামলাটিতে ইব্রাহিম ওরফে বাহাদুর ও হাসান নামের দুজন খালাস পেয়েছেন। এদের মধ্যে হাসান দীর্ঘদিন ধরেই হাজতে রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।