চালের দাম বেঁধে দিল সরকার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বাংলাদেশে চালের অব্যাহত দাম বৃদ্ধির মুখে সরকার মিলগুলোর জন্য সরু মিনিকেট চাল এবং মাঝারি বিআর আটাশ এর দাম নির্ধারণ করে দিয়েছে। এ অবস্থায় মিল মালিকদের সঙ্গে বৈঠক করেছেন ।
গতকাল ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রতি ৫০ কেজি বস্তা মিনিকেট চালের দাম ২ হাজার ৬০০ টাকা, আটাশ চাল প্রতি ৫০ কেজি বস্তার দাম ২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেন মন্ত্রী।
এতে চাল ব্যবসায়ীরা আপত্তি জানালে ১৫ দিন আগে চাল যে দাম ছিল সেই দামে বিক্রির নির্দেশ দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫ দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই চালের দাম বাড়ানো যাবে না। অন্যথায় সরকার চাল আমদানির অনুমতি দেবে বলে জানান তিনি।