জেলহাজত থেকে আনা হলো রিফাত হত্যার ৮ আসামিকে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হবে আজ। ইতিমধ্যে বরগুনা জেলা কারাগার থেকে এই মামলার প্রাপ্ত বয়স্ক ৮ আসামিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়েছে।
আজ বুধবার ১১টা ৪০ মিনিটের দিকে তাদেরকে বরগুনা জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়।
এর আগে আদালতে হাজির হন এই মামলার জামিনে থাকা আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। তবে এই মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে একমাত্র মুসা এখনো পলাতক রয়েছে। প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল ইসলাম সায়মুন (২১)।