দুই বছর আগে নিখোঁজ হওয়া নারী সাগর থেকে উদ্ধার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: প্রায় দুই বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে না আসা এক নারীকে সাগর থেকে জীবিত উদ্ধার করেছেন কলম্বিয়ার জেলেরা।
দেশটির স্থানীয় গণমাধ্যম লা লিবার্তাদ জানিয়েছে, অ্যাঞ্জেলিকা নামের ওই নারীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে কয়েক জন জেলে এগিয়ে যান। পরে তাকে নৌকায় করে তীরে নেন।
অ্যাঞ্জেলিকাকে হাসপাতালে নেয়া হলে কিছুটা স্বাভাবিক হন। পরে জানিয়েছেন, স্বামীর অত্যাচারের শিকার হয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। স্বামী তাকে ২০১৮ সালের দিকে একবার মেরে রক্তাক্ত করেন।
অ্যাঞ্জেলিকা আরসিএন রেডিওকে বলেছেন, প্রায় ২০ বছর ধরে সঙ্গীর অত্যাচারের শিকার হন তিনি।
পরে সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যান। একটি আশ্রয়কেন্দ্রে থাকতে থাকতে ডিপ্রেশনে ভুগতে থাকেন। পরে এক নারীর থেকে টিকেট ধার করে বাসযোগে সোজা সাগরের দিকে চলে যান।
‘আমি অনেকবার পুলিশকে জানিয়েও বিচার পাইনি। ওকে তুলে নিয়ে যেত। আবার ২৪ ঘণ্টা পর ছেড়ে দিত। বাড়ি ফিরে সেই আমাকে মারতো।’
‘এসব সহ্য করতে না পেরেই বাড়ি থেকে বের হই। একটা সময় বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলি। শনিবার ঝাঁপ দেই সাগরে।’
সাগরে ঝাঁপ দিলেও মৃত্যু তাকে স্বাগত জানায়নি। দড়ি কিংবা কাঠের কিছু একটাতে আট ঘণ্টার মতো ভেসে থাকেন। পরে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হলে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।