নিদিষ্ট সময়ের মধ্যে অবৈধদের মালয়েশিয়া ছাড়ার হুশিয়ারি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মালয়েশিয়ার সাবাহ প্রদেশে অব স্থিত সকল অবৈধ অভিবাসীদের আল্টিমেটাম দেয়া হয়েছে যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নিজ দেশে ফিরে যায়, তা না হলে মালয়েশিয়া ইমিগ্রেশন নির্দিষ্ট সময় পর ব্যাপক অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদ্দিন।
উল্লেখ্য যে মালয়েশিয়ার সাবাহ প্রদেশ হচ্ছে মূল মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ মালয়েশিয়া থেকে প্রায় ১০০০কিলোমিটার দূরে অবস্থিত সাগরের বুকে বিশাল বড় দ্বীপ সেখানে প্রায় 80 লক্ষ লোক বসবাস করে।
মালয়েশিয়ার সাবাহ প্রদেশের প্রতি তিনজনের মধ্যে একজন অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে মূলত সাবা প্রদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্দুনিসিয়া এবং তারই পাশে রয়েছে ফিলিপিন ভিয়েতনাম এবং অতি সহজে নৌকা দিয়ে কয়েক মিনিটের মধ্যে ইন্দোনেশিয়া থেকে
প্রবেশ করা যায় তাই এই অঞ্চলটি মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন এবং এখানে ইন্দুনিশিয়ান অবৈধ অভিবাসী ছাড়াও এখানে রয়েছে অবৈধ ফিলিফিন অভিবাসীদের সংখ্যা প্রচুর।
গত কয়েক দশক ধরে এই অঞ্চলটিকে অবৈধ অভিবাসীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং তারা এখানে বিয়ে শাদী করে সন্তান-সন্ততির জন্ম দিছে যাদের কোনো বৈধতা নেই এই সকল জর্জরিত সমস্যায় এই অঞ্চলটি অবৈধ অভিবাসী দ্বারা দখলকৃত তাই মালয়েশিয়া বর্তমান সরকার
এই অঞ্চলটিকে পুনরুদ্ধার করার জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং ইমিগ্রেশন বিশাল বড় আকারে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী মুক্ত করবে এমনটি হুঁশিয়ারি করে বলে দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।