বিপণনের জগতে ‘চ্যাম্পিয়ন’ মেসি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: তারকা অ্যাথলেট মানেই বিপণন জগতে বিশাল চাহিদা। কোনো শিরোপা না জিতলেও চলতি বছর এই জগতে শীর্ষস্থানে রয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ব্যক্তিগত পর্যায়ে তার চির প্রতিদ্বন্দ্বী জুভেন্তাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান দুই নম্বরে।
২০২০ সালে সবচেয়ে বেশি বিপণনযোগ্য ৫০ অ্যাথলেট নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে স্পোর্টসপ্রো। তাতে সবার ওপরে অবস্থান ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির। পরের স্থানেই রয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।
এই তালিকায় যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস আছেন তিন নম্বরে। চতুর্থস্থানে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। পঞ্চমস্থানে আছেন কানাডার নারী টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো, শীর্ষ দশে একমাত্র নারী অ্যাথলেট তিনিই।
পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা নেইমার আছেন ষষ্ঠস্থানে। সাত নম্বরে আছেন রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নমাগোমেদভ।
আট নম্বরে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। নয় ও দশ নম্বরে যথাক্রমে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও জুভেন্তাসের আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা।