‘শর্ত সাপেক্ষে’ আইটেম গানে মিষ্টি জান্নাত’
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: পূর্বে নিজের সিনেমায় আইটেম গান করেছিলেন মিষ্টি জান্নাত। এবার শুধু আইটেম গার্লের অবতারে দেখা যাবে তাকে। তবে ‘শর্ত সাপেক্ষ’।
জানা গেছে, নতুন ছবির নাম ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানার পরিচালনায় অভিনয় করেছেন নিপুণ, ইমন ও সালওয়া। মিষ্টি জান্নাত জানান, গান ও দৃশ্যায়নের আয়োজন তার ভালো লেগেছে।
প্রযোজক রঞ্জন দত্তর পরের সিনেমায় নায়িকা করা হবে এমন শর্তেই আইটেম গানটি করতে রাজি হয়েছেন মিষ্টি। এর আগে ‘বীরত্ব’র দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি শুধু আইটেম গানটি বেছে নেন।
মিষ্টির জন্য গানটি গেয়েছেন জি বাংলার ‘সা রে গা মা পা’ চ্যাম্পিয়ন অঙ্কিতা। অক্টোবরে ফরিদপুরে শুরু হবে শুটিং।
২৪ সেপ্টেম্বর ‘কী করে বলব তোমায় প্রিয়তমা’ নামে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। মান্নান গাজীপুরীর পরিচালনায় এ সিনেমার শুটিং আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।
শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের।