কবিতা: বিজয়

বিজয় ওহে বিজয় আসিয়াল ঘরে
লাল সূর্য শীর্ন আলো মাতৃভূমির তরে।
আবাল বৃদ্ধ, কৃষক শ্রমিক পতাকা জুড়ে বুকে
অনাহারে মরবেনা আর বাঁচবে এবার সুখে।
মাঝি মাল্লা পাল উড়াইয়া সুর তুলিয়া গায়
মম মুক্ত মায়ের রুপ দেখিয়া হৃদয়টা জুড়াই,
লক্ষ প্রাণের রক্তের সাগর অকুতোভয় প্রাণ।
বিশ্ব মানচিত্র তাই ঠাই পেয়েছে স্বাধীন বাংলার স্থান,
ওহে, আমি যুদ্ধ দেখিনি যখন শুনেছি মায়ের মুখে,
আচমকার এক কষ্টের বিন সুর তুলেছে বুকে।
কালাচাঁদ , ধনোমিয়া, মনোমিয়া, আহির আলীকে রক্তের পিপাসা হায়নারা হত্যা করেছে।
প্রতি ফোটা রক্তের দামে কিজে ওরা প্রলই
তাই দূ্গর্ম পথ পাড়ি দিয়ে ছিনিয়ে এনেছে বিজয়
যারা দিয়ে গেছে প্রাণ,
আগামীর জন্য মোরা সে আগামী মোরা আজ ধন্য।
কবি’র মেইল: suraiyachowdhuri04242@gmail.com
Pingback: চট্টগ্রামে উঠতি মডেলের আত্মহত্যা
Possible Side Effects of Pomalidomide clomid